মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Delhi: ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় এফআইআর দায়ের

Pallabi Ghosh | ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪ : ০৭Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। তুঘলক রোড থানায় এই এফআইআর করা হয়েছে। গত মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় হাল্কা বিস্ফোরণ হয়। পরদিনই ঘটনাস্থলে যায় এনএসজি, এনআইএ এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল।
ঘটনাস্থল থেকে গাছের পাতা, গাছ, মাটির নমুনা সংগ্রহ করা হয়। বিস্ফোরণের ধরণ খতিয়ে দেখছে পুলিশ এবং অন্যান্য তদন্তরকারী দল। খুব দ্রুতই বিস্ফোরণ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে চলেছে এনএসজি। ইজরায়েল দূতাবাসের দাবি অনুযায়ী, তাঁদের দপ্তর থেকে মাত্র ২৫০ মিটার দূরে নন্দা হাউসের সামনে বিস্ফোরণ ঘটে বিকেল পৌনে ৬টা নাগাদ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ইজরায়েল রাষ্ট্রদূতের উদ্দেশে লেখা চিঠি পাওয়া যায়। ইজরায়েল এবং হামাসের যুদ্ধের প্রেক্ষিতে এই বিস্ফোরণের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি। বিস্ফোরণস্থল থেকে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। তাদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টায় রয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুক্রবার বিদেশমন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, তদন্ত সংস্থাগুলি বিষয়টি দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলতে নারাজ বিদেশমন্ত্রক।
এদিকে, এই বিস্ফোরণের ঘটনার পরেই ইজরায়েল দূতাবাসের সামনে মোতায়েন করা হয়েছে বিএসএফ, সিআরপিএফ সহ অন্যান্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। তীব্র ঠাণ্ডায় সেই সমস্ত বাহিনীর জওয়ানদের দিনরাত কর্তব্যরত অবস্থায় থাকতে হচ্ছে ফাঁকা রাস্তায়। এমনকী, তাঁদের দূতাবাসের শৌচালয়ও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি জানতে পেরেই দিল্লি পুলিশ, দিল্লি পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। জওয়ানদের জন্য তাঁবু এবং দূতাবাসের শৌচালয় ব্যবহার যাতে তাঁরা করতে পারেন তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষি লেখিকে দূতাবাসের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন সাকেত। একইসঙ্গে তাঁর বক্তব্য, "সমস্ত সমস্যার মধ্যে নিজেদের কর্তব্য পালন করা সাহসী, বীর জওয়ানদের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পাকিস্তান হল বিষফোঁড়া, অপারেশন দরকার, আক্রমণে যোগী আদিত্যনাথ...

গভীর নিম্নচাপের দাপট অব্যাহত, চলতি সপ্তাহেও ভারি বৃষ্টিতে তছনছ হবে একাধিক রাজ্য, রইল বড় আপডেট...

সোমবারেই বৈঠকে কেজরিওয়াল-সিসোদিয়া, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ঠিক হয়ে যেতে পারে আজই...

পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়ছে ডিএ, কত শতাংশ? ...

পুজোর মুখে সোনার দামে চমক, আজ কিনতে গেলে কত টাকা গুনতে হবে? ...

পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ত্রিপুরার সরকারের...

দিল্লি পছন্দ করে না জম্মু কাশ্মীরকে, ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য ফারুক আবদুল্লাহর...

রাহুল গান্ধী সন্ত্রাসবাদী! বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর...

কেরালায় ফের হানা নিপা ভাইরাসের, একজনের মৃত্যুতে ঘরবন্দি করা হল ১৫১ জনকে...

নতুন সিম কার্ড নিতে চান, দেখে নিন নতুন কিছু নিয়ম ...

হেনস্থার অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার মহিলা, পুলিশের কীর্তি জানলে চমকে যাবেন ...

উৎসবের আবহে ত্রিপুরায় উদ্ধার ১১ কোটি টাকার নেশার সামগ্রী, আটক এক মহিলা সহ দুই পুরুষ ...

বালিকাকে অপহরণ করে খোলা মাঠে যৌন নির্যাতন, ভিডিও করে ছড়িয়ে দিল সমাজমাধ্যমে ...

গিরগিটি মেশানো মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া, হাসপাতালে ভর্তি ৬৫...

ছত্তিশগড়ে ফের বন্দেভারতে পাথর, গ্রেপ্তার করা হল পাঁচজনকে...



সোশ্যাল মিডিয়া



12 23