রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪ : ০৭Pallabi Ghosh
বীরেন ভট্টাচার্য, দিল্লি: দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। তুঘলক রোড থানায় এই এফআইআর করা হয়েছে। গত মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় হাল্কা বিস্ফোরণ হয়। পরদিনই ঘটনাস্থলে যায় এনএসজি, এনআইএ এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল।
ঘটনাস্থল থেকে গাছের পাতা, গাছ, মাটির নমুনা সংগ্রহ করা হয়। বিস্ফোরণের ধরণ খতিয়ে দেখছে পুলিশ এবং অন্যান্য তদন্তরকারী দল। খুব দ্রুতই বিস্ফোরণ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে চলেছে এনএসজি। ইজরায়েল দূতাবাসের দাবি অনুযায়ী, তাঁদের দপ্তর থেকে মাত্র ২৫০ মিটার দূরে নন্দা হাউসের সামনে বিস্ফোরণ ঘটে বিকেল পৌনে ৬টা নাগাদ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ইজরায়েল রাষ্ট্রদূতের উদ্দেশে লেখা চিঠি পাওয়া যায়। ইজরায়েল এবং হামাসের যুদ্ধের প্রেক্ষিতে এই বিস্ফোরণের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি। বিস্ফোরণস্থল থেকে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। তাদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টায় রয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুক্রবার বিদেশমন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, তদন্ত সংস্থাগুলি বিষয়টি দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলতে নারাজ বিদেশমন্ত্রক।
এদিকে, এই বিস্ফোরণের ঘটনার পরেই ইজরায়েল দূতাবাসের সামনে মোতায়েন করা হয়েছে বিএসএফ, সিআরপিএফ সহ অন্যান্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। তীব্র ঠাণ্ডায় সেই সমস্ত বাহিনীর জওয়ানদের দিনরাত কর্তব্যরত অবস্থায় থাকতে হচ্ছে ফাঁকা রাস্তায়। এমনকী, তাঁদের দূতাবাসের শৌচালয়ও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি জানতে পেরেই দিল্লি পুলিশ, দিল্লি পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। জওয়ানদের জন্য তাঁবু এবং দূতাবাসের শৌচালয় ব্যবহার যাতে তাঁরা করতে পারেন তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষি লেখিকে দূতাবাসের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন সাকেত। একইসঙ্গে তাঁর বক্তব্য, "সমস্ত সমস্যার মধ্যে নিজেদের কর্তব্য পালন করা সাহসী, বীর জওয়ানদের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত।"
নানান খবর
নানান খবর

স্বামীকে গাড়িতে পিষে মারতে চেয়েছিলেন! স্ত্রী ও প্রেমিকের কাণ্ডে চোখ কপালে সকলের

পাবজি আসক্তি জীবনে নিয়ে আসতে পারে বিপদ, জড়িয়ে পড়তে পারেন মাদক চক্রে

ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর, মৃত্যুমিছিল জারি

কর্ণাটকে রোহিত ভেমুলা আইন প্রণয়নের পথে, সিদ্ধারামাইয়ার চিঠি রাহুল গান্ধীকে

মুম্বইয়ে তাণ্ডব! ১৬ বছরের 'গুন্ডা'র কীর্তিতে তটস্থ পুলিশ!

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘সংবিধান বাঁচাও’ র্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব